“সরকারি অথবা বেসরকারি স্কুল, কলেজ, মাদরাসা, কোচিং সেন্টার সহ যেকোনো শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে অভিবাবকদের ফোন নাম্বারে ম্যাসেজ পাঠানোর মাধ্যমে শিক্ষার্থী ও অভিভাবক উভয়কেই সক্রিয় রাখা যায়। এতে তারা তাদের বর্তমান অবস্থা নিয়ে অবগত থাকতে পারে। তাছাড়াও শিক্ষা প্রতিষ্ঠান থেকে যেকোনো আপডেট, পরীক্ষা/ফলাফল সম্পর্কিত তথ্য মুহুর্থেই পাঠানো যায় ফোন নাম্বারে ম্যাসেজ/SMS পাঠানোর মাধ্যমে।“
কেন BondhuERP SMS? :- এই ধরণের ম্যাসেজ সরাসরি সিম কার্ডের মাধ্যমে পাঠালে অনেক সীমাবদ্ধতা থাকে। যেমনঃ ম্যাসেজ সেন্ড হতে অনেক সময় লাগে, আবার একসাথে অনেকের কাছে পাঠানো যায়না। তাছাড়াও সরাসরি মডেম/ফোনের সিম দিয়ে ম্যাসেজ পাঠানোর ক্ষেত্রে কন্টাক্ট/ফোনবুক ম্যানেজ করা, আপডেট করাও অনেক ঝামেলার ও সময়সাপেক্ষ কাজ। এসব ঝামেলা এড়াতে এবং SMS পাঠানোর কাজটি সহজ করতেই BondhuERP SMS System যা দিয়ে মুহুর্তের মধ্যেই মাত্র কয়েক ক্লিকে প্রয়োজন মত যত ইচ্ছা তত শিক্ষার্থীর/অভিভাবকের কাছে সব ধরণের ম্যাসেজ পাঠানো যায়।