BondhuERP Business Management System

ব্যাবসা পরিচালনার জন্য BondhuERP এখন সময়ের দাবি!

এই BondhuERP দিয়ে Showroom, Warehouse, Godown, Bakery, Pharmacy, Restaurant, Super shop, Factory, Buying House, Service অথবা Product related company সহ যেকোনো ব্যবসা প্রতিষ্ঠানই ম্যানেজ করা যাবে একেবারে সহজে। প্রতিষ্ঠান অনুযায়ী রয়েছে বিভিন্ন এডন এর সুবিধা।

স্মার্ট উপায়ে নির্ভুল ও স্বচ্ছ হিসাব

এই সিস্টেমটি ব্যবহারের মাধ্যমে আপনি একেবারেই নির্ভুল ও স্বচ্ছ হিসাব পাবেন যা ম্যানুয়াল বা কাগজে কলমে ম্যানেজার রেখেও সম্ভব নয়। এতে স্বচ্ছতা বাড়বে এবং নিজেদের মধ্যে জবাবদীহিতাও তৈরি হবে।

সহজেই চিন্তামুক্ত থাকা

সেলসম্যান/কর্মীদের ব্যবহার পদ্ধতি দেখিয়ে দিলেই হবে। সেক্ষেত্রে আপনাকে অতিরিক্ত কোনো ঝামেলা নিতে হবে না। সবসময় শপে থাকা ছাড়াই ব্যবসায় কেমন সেল হচ্ছে, লাভ কেমন হচ্ছে, কোন পন্য কতটি মজুদ আছে এবং ক্যাশে কত আছে যেকোনো জায়গা থেকেই সব দেখতে পারবেন। সব অটো হিসাব হওয়ায় কর্মী/ম্যানেজার কোনো পণ্য/টাকা জালিয়াতি করতে পারবে না।
মজার বিষয় হচ্ছে আপনার ব্যবসার কোনো গোপন বিষয়/লাভ/সেল কিছুই কর্মীরা জানতে পারবেনা।

জীবনে সার্বিক সফলতা

শুধু অন্ধবিশ্বাস দিয়ে দুনিয়া চলে না। সেক্ষেত্রে দোকানের কেউ গোপনে চুরি/প্রতারণা করলেও বুঝার সুযোগ নাই।

কিন্ত এই ধরণের সিস্টেম রাখলে প্রতারিত হবার সুযোগ নেই। এতে নিজেকে অনেকটাই চাপমুক্ত রেখে সবকিছু উপভোগ করতে পারবেন। নিজের পরিবার এবং অন্যান্য কাজে/ব্যাবসায় যথেষ্ট সময় দিতে পারেন।

নির্ভুল ও স্বচ্ছ হিসাবে আগ্রহী হলে ফর্মটি পুরন করে জমা দিন।

Billing details

Your order

Your personal data will be used to process your order, support your experience throughout this website, and for other purposes described in our privacy policy.

এই সিস্টেমের (সেটআপ) খরচ কেমন?

খরচ আপনার চাহিদার উপর নির্ভর করে। সেক্ষেত্রে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করলে নিশ্চিতভাবে বলা যাবে।
হার্ডওয়্যারঃ সাধারণ ল্যাপটপ/কম্পিউটারের পাশাপাশি শুধু একটি বারকোড স্ক্যানার ও থার্মাল প্রিন্টার কিনলেই হবে। যার দাম প্রায় ৬-৭ হাজার টাকা লাগবে। তাছাড়াও আমাদের কাছ থেকে ফুল সেটাপ নিতে পারবেন যার খরচ ২৭৫০০ টাকা থেকে শুরু।
সফটওয়্যারঃ এক্ষেত্রে আমাদের ওয়েব অ্যাপ্লিকেশন (অনলাইন, একসাথে সকল ডিভাইসে ব্যবহার করা যাবে), এর এককালীন খরচও আপনার ব্যবসায়ের ধরণ+চাহিদার উপর নির্ভর করে। তা ***** টাকা* থেকে শুরু (বর্তমান অফার অনুযায়ী) এবং সার্ভিস চার্জ প্রতি মাসে **** টাকা থেকে শুরু।

এই সিস্টেম ব্যবহারকারীরা কি বলে?
এই সিস্টেম ব্যবহার করা কাগজে লিখে/হিসাব রাখার চেয়েও সহজ। আমার বেশী একটা শিক্ষাগত যোগ্যতা নাই, তবুও আমি সহজেই ব্যবহার করতে পারছি।
সাজ্জাদ, ম্যানেজার/কর্মী
বিসমিল্লাহ ফ্যাশন স্টোর, ঢাকা
এই সফটওয়্যার থাকায় আমাদের শপ নিয়ে আলাদা মাথাবেথা করতে হয়না। আমরা মালিকপক্ষ শপে না এশে যে যেখানেই থাকি না কেন, ব্যবসার সেল, লাভ সবই দেখতে পারি। যেকোনো মুহুর্তেই আমি চাইলে আমার শপের কতটি পন্য আছে, বা কত টাকা/টাকার পন্য আছে, তা জানতে পারি। আলাদাভাবে কিছুই কাউন্ট করতে হয় না। এটা একটা বড় সুবিধা।আইটি বন্ধুর অনলাইন সাপোর্ট ও চমৎকার।
মালিকপক্ষের প্রতিনিধি
একতা বিগ বাজার, নাটোর, রাজশাহী
আমি একটি প্রফেশনাল জব করি। কিন্ত আমার পারিবারিক ব্যবসা হওয়ায় আমাকে একসময় এটা নিয়ে অনেক সময় দিতে হত। নজরদারি+হিসাব দেখা+শপে সময় দেয়া অনেক ঝামেলার ছিল। এখন আইটি বন্ধুর সার্ভিস নিয়ে অনেকটা চিন্তামুক্ত ভাবে নিজের কাজেও মন দিতে পারি এবং ব্যবসা নিয়েও কোনো ঝামেলা হয় না।
মালিকপক্ষ,
গ্যাজেট ও এক্সেসরিজ শপ, ঢাকা
FAQ's

না, এটা ব্যবহার করা একেবারেই সহজ। একবার দেখিয়ে দিলেই যে কেউ ব্যবহার করতে পারবে।

না, আপনার কোনো একজন বিক্রয়কর্মীকে দেখিয়ে দিলে সে নিজেই ব্যবহার করতে পারবে। আপনি বিশ্বের যেকোনো জায়গা থেকেই ব্যবসার সকল আপডেট দেখতে পারবেন।

মনে রাখতে হবে, আপনার একাউন্ট আর বিক্রয়কর্মীদের একাউন্ট সম্পুর্ণ আলাদা। তারা যখন একাউন্টে লগিন করবে, লাভ লস/ব্যালেন্স সহ গোপন কোনো কিছু দেখার সুযোগই নাই।

আপনার ব্যবসার উপর নির্ভর করে। যদি অনেক ভির থাকে সেক্ষেত্রে আপনি আপনার কর্মীদের মধ্যেই একজনকে অপারেটর হিসেবে বসাতে পারেন। অন্যথায় শুধু একজনকে দিয়েই কাজ করাতে পারেন। এটা নিয়ে ধরাবাধা কিছু নেই। এবং আপনার যেই কর্মীরা অলরেডি আছে, তাদেরকে দেখিয়ে দিলেই তারা ব্যবহার করতে পারবে।

মনে রাখতে হবে, এটা একটা ওয়েব অ্যাপ্লিকেশন। তাই এটা মুলত একটা সার্ভারের মাধ্যমে চলে। এতে আপনার ল্যাপটপ বা ডেস্কটপ সেট একেবারে কম দামি হলেও সমস্যা নাই। 

আমাদের এই সিস্টেমের সব কিছুই রিয়েল টাইম ডাটা সার্ভারে আপডেট হয়। তাই আলাদাভাবে ব্যাকাপ নেয়ার ঝামেলা নাই। যেহেতু এই ডেটাগুলো একটি অনলাইন সার্ভারে সেইভ থাকে, সেহেতু আপনার ডিভাইস নষ্ট হলে বা হারিয়ে গেলেও কোন হিসাব হারাবেনা। অন্য কোনো ডিভাইসে লগিন করলেই একই ডাটা দেখতে পাবেন।

আপনি কোন ফিচার চাচ্ছেন তার উপর নির্ভর করবে। আমাদের সিস্টেমে কোনো বাগ থাকলে তা ফ্রীতেই ফিক্স করে দেয়া যাবে। তবে, আপনার কোনো স্পেসিফিক কাস্টমাইজেশন লাগলে তা চার্জ দিতে হবে।

যদিও, প্রায় সব ধরণের বিজনেসের জন্যই আমাদের অপশন আছে। তাই, আপনাকে আলাদাভাবে কোনো ফিচার কাস্টমাইজ করা লাগবে না।

আমরা এই বিষয়ে খুবই শক্ত। আমাদের শুধু অনলাইন সেটাপ চার্জ (এককালীন) এবং মাসিক সার্ভিস চার্জ ছাড়া অতিরিক্ত কোনো চার্জ নেই। 

এমনকি আমাদের সব ধরণের টেকনিক্যাল সাপোর্টই একদম ফ্রী। মাসে মাসে সার্ভিস চার্জ দিলে আপনাকে আলাদা কোনো ব্যায় করতে হবে না।

তবে, আমরা শুধু অনলাইনে টেকনিক্যাল এবং সেটাপ চার্জের বিষয় উল্লেখ করে থাকি। যদি কোনো কারনে সেটাপের বা টেকনিক্যাল সাপোর্টের জন্য সরাসরি আপনার শপে বা অফিসে কোনো কর্মী যাওয়া লাগে, সেক্ষেত্রে আমাদের প্রতিনিধির আসা যাওয়া এবং কনভেন্স ফী আপনাকেই বহন করতে হবে। কারণ আপনি মাসে যেই চার্জ দিবেন সেটা শুধুমাত্র অনলাইন সাপোর্ট এর জন্য।

দেখুন প্রতিটি বিজনেসেরই কিছু পলিসি থাকে। আমাদের এই পলিসি অনুযায়ী ভালো মানের সেবা প্রদান করতে গেলে এই পলিসি নিয়েই কাজ করতে হয়। সেক্ষেত্রে যেহেতু আপনার হিসাবগুলো একটা অনলাইন সার্ভারে জমা থাকে সেহেতু প্রতি মাসেই আমরা একটা নির্দিষ্ট পরিমান সার্ভিস চার্জ দিতে হয় (ডাটাসেন্টারে)। যদি কোনোভাবে আমরা সেটা না দিই, তারা অনলাইন সার্ভার বন্ধ করে দিবে। তখন এই সার্ভিসই বন্ধ হয়ে যাবে। 

তাছাড়াও আপনাদের মাঝে মধ্যে নানান সাপোর্ট প্রয়োজন হয় যেটা আমরা অতিরিক্ত চার্জ ছাড়াই অনলাইনে ফ্রীতেই দিয়ে থাকি। আবার বাগ দেখা দিলে তা সিস্টেম আপডেট ফ্রীতেই দিয়ে থাকি। সেক্ষেত্রে এই দক্ষ টিম তো ফ্রী কাজ করবেনা। তাদেরকে মাসে মাসে একতা পরিমান বেতন দিতে হয়। তাই সবকিছু মিলিয়ে বিভিন্ন বিষয়ের উপর ভিত্তি করেই আমরা একতা ফী নিয়ে থাকি।

আমাদের সিস্টেমে কোনো বাগ দেখা দিলে আমরা সর্বোচ্চ চেষ্টা করি যত দ্রুত সমাধান করা যায়। সেক্ষেত্রে, বাগ এর উপর সময় নির্ভর করে। তবে, এক্ষেত্রে সময়ের বিষয়ে কোনো গ্যারান্টি দেই না। যদিও আপনি তেমন একতা বাগ খুজে পাবেন না।