0
  Client Area
Q: ব্যবসার জন্য কেন আইটি বন্ধু লিমিটেডের “ভার্চুয়াল ম্যানেজার” রাখবেন? (ফোন, কম্পিউটার সহ যেকোনো ডিভাইসে ব্যবহার উপযোগী)

 

?A: ●হিসাব-নিকাশ ছাড়া যেকোনো ব্যবসায়ই ধীরে ধীরে ধ্বংসের ঝুকি থাকে। অপরদিকে ধৈর্ধ ধরে কাগজে কলমে ব্যবসায়িক সবকিছু লিখা এবং নির্ভুল হিসাব করাও অনেক ঝামেলার। এতে ভুল করা, অন্যরা হিসাব দেখা এবং খাতা নষ্ট হওয়ারও ভয় থাকে। আইটি বন্ধু লিমিটেডের ভার্চুয়াল ম্যানেজার দিচ্ছে এসব সমস্যার সহজ সমাধান।
●এই ম্যানেজার থাকলে কর্মী/সেলসম্যানরা প্রতারণার কোনো সুযোগ পাবে না।
●সরাসরি দক্ষ ম্যানেজার রাখলেও আপনার সাথে প্রতারণার সুযোগ এবং ঝুকি থাকা সত্বেও মাসে অন্তত ১০,০০০ টাকা দিতে হবে। ?অথচ ঝুঁকিমুক্ত এবং নির্ভুল এই ভার্চুয়াল ম্যানেজারের বেতন মাত্র ৪৯৯ টাকা।

 

?কয়েকটি অপশন দেখলেই সুবিধাগুলো বুঝা যায়!
1. ব্যাংক, ক্যাশ, ডিপোজিট, ওপেনিং ব্যালেন্স এবং অন্যান্য ভাগে হিসাব
2. ক্যাটেগরি ও পণ্য, সাপ্লায়ার, ক্রয়মূল্য, বিক্রয়মূল্য, বাকি ও নগদের ভিত্তিতে স্টকে পণ্য ঢুকানো
3. “পয়েন্ট অব সেল” এর মাধ্যমে কোন আইটেম কয়টা বিক্রি
নাম, ছবি, ঠিকানা, ফোন নাম্বারের ভিত্তিতে বাকীতে/কিস্তিতে বিক্রি ও টাকা আদায়
4. অন্যান্য সব ধরণের আয়-ব্যায় এবং লোন/ঋনের হিসাব রাখার।
5. যেকোনো সেল ও পার্চেস এর রিসিপ্ট, রিপোর্ট, হিসাব প্রিন্ট এর সুবিধা।
6. কাজের সুবিধার্থে কেনা দাম, আয়-ব্যায় সহ অন্যান্য গোপন বিষয়ের লিমিট দিয়ে কর্মীদের জন্য পাসওয়ার্ড ভিত্তিক একাউন্ট তৈরি করা যায়।
7. তথ্য হারানো ছাড়াই যেকোনো সময় যেকোনো ডিভাইস থেকে এক্সেস নেয়া যাবে।
8. নিজের মনের মত দিন, তারিখ, রেঞ্জ, মাস ও বছরের ভিত্তিতে বিভিন্ন রিপোর্ট ও হিসাব দেখা। যেমন: ওভারভিউ, কোন কর্মী কত টাকার সেল দিল, বাকী কালেকশন, সেল (নাম, কোয়ান্টিয়ি, দাম), পার্চেস (নাম, কোয়ান্টিটি, দাম, বাকীর পরিমান), স্টক, ক্যাশবুক, মাসিক আয়, মাসিক ব্যায়, আয়-ব্যায়ের, লাভ-লোকসানের হিসাব।
9. শুরুর দিকে একটু কষ্ট হলেও এই সিস্টেম ব্যবহার করতে থাকলে খুব দ্রুতই সব অপশন বুঝে অভ্যস্ত হওয়া যায়। সবকিছুর সঠিক ব্যবহার করলে অদূর ভবিষ্যতে সুফল পাওয়া যায় যা ব্যবসার প্রসার, লাভ বৃদ্ধি করা এবং ক্ষতি নিয়ন্ত্রনে সাহায্য করে। (প্রমানিত)
10. সব কিছু ৯৯.৯৯% নিরাপদ এবং গোপন। আপনার অনুমতি ছাড়া অন্য কেউ আপনার ব্যবসার কিছুই দেখতে পারবে না।

 

?আইটি বন্ধু লিমিটেড এর সিস্টেমের বিশেষত্বঃ
i. ২৪ ঘন্টা সেবার নিশ্চয়তা। সমস্যা, অভিযোগ বা নতুন অপশন (ফিচার) -এর জন্য কল, ইমেইল এবং অফিসে যোগাযোগের মাধ্যমে কাস্টমার সাপোর্ট।
ii. আমাদের যকল সিস্টেমই ওয়েব নির্ভর এবং আন্তর্জাতিক মানসম্মত।
iii. কোনো ডিভাইস নির্ভর নয়। অর্থাৎ ডাটা হারানো ছাড়াই যেকোনো সময় যেকোনো যায়গা থেকে যেকোনো ডিভাইস দিয়ে আমাদের সিস্টেম ব্যবহার করা যায়।
iv. সবসময়ই আপনার তথ্য-উপাত্ত অন্য সবার ডাটার চেয়ে আলাদা থাকবে যা অন্য কেউ দেখার ক্ষমতা নেই।
v. সিস্টেম আপডেট এবং রক্ষণাবেক্ষণের জন্য সবসময়ই কয়েক দল কর্মী নিয়োজিত আছে।
vi. জয়েনের ৬ মাস পর থেকে আপনার অবস্থান অনুযায়ী আপনার প্রয়োজনে লোনের ব্যবস্থা করে দেয়া।
vii. বাংলাদেশ সরকার থেকে অনুমদিত লিমিটেড কোম্পানিগুলোর মধ্যে আইটি বন্ধু লিমিটেড অন্যতম । তাই মানসম্মত সেবা ও গ্রাহকদের তথ্যের গোপনীয়তা রক্ষার্থে অঙ্গীকারাবদ্ধ।

 

?ব্যবহারবিধিঃ অনলাইন বা অফলাইনে অর্ডারের পর আপনার নাম্বারে আপনার সার্ভিস আইডি ম্যাসেজ করে পাঠানো হবে। তারপর আপনি স্মার্টফোন বা কম্পিউটার থেকে যেকোনো ব্রাউজারে গিয়ে ওয়েব এড্রেস এর জায়গায় টাইপ করবেনঃ itbondhu.com/1 (এখানে 1 এর জায়গায় আপনার সার্ভিস আইডি লিখবেন) এবং তারপর ব্রাউজ করবেন। তারপর আপনাকে আপনার সিস্টেম লিংকে নিয়ে যাবে। আপনি সেখান থেকে ফোন নাম্বারঃ 01938001000 পাসওার্ডঃ 123456 দিয়ে লগিন করবেন। তারপর উপরের মেনুর (?) বাটনে ক্লিক করলে সাপোর্ট ডেস্ক এর পপাপ আসবে। সেখান থেকে “Get Free Training” এ ক্লিক করলেই প্রশিক্ষনের অধ্যায়ভিত্তিক ভিডিও পাবেন। সেখান থেকে সব কিছু শিখে নিজের মত করে সাজিয়ে নিবেন। নিজের নিরাপত্তার জন্য অবশ্যই ডিফল্ট লগিন তথ্য পরিবর্তণ করে নিবেন।

 

?অর্ডার লিংকঃ https://itbondhu.com/clients/cart.php?a=add&pid=57
Promo code: corona20

 

লিংকে ক্লিক করে তথ্য দিয়ে অর্ডার করুন। অর্ডারের পর সেখানেই অনলাইন পেমেন্ট এর অপশনও পাবেন। অর্ডার করতে সমস্যা হলে বা বুঝতে না পারলে নিচের লিংকে গিয়ে ভিডিও টিউটোরিয়াল দেখে নিন। সব প্রোসেস দেখানো হয়েছে।
?মোবাইলের ক্ষেত্রেঃ https://itbondhu.com/order-through-mobile
?কম্পিউটারের ক্ষেত্রেঃ https://itbondhu.com/order-through-pc

 

*?বুঝতে সমস্যা হলে ম্যাসেজ করুন অথবা ?Hotline: 01938001000
?Corporate Office: IT Bondhu Limited, 3rd Floor, 67, West Agargaon, Dhaka -1207